Type Here to Get Search Results !

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions

Table of Content(toc)

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions


Railway Group D Exams| RRB Group D| Mcq Questions| Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2023-24| RRB Important 80 Mcq Questions...

Today Gk website for GK, Railway Group D Exams| RRB Group D| Mcq Questions| Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2023-24| RRB Important Science Questions, questions paper, answer key, RRB Ntpc Gk, Mock test, etc. For competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions| Bengali Gk Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions.



1. Tokyo 2020 Paralympic Games-এর অফিসিয়াল পার্টনার হলো কোন কোম্পানী?
Ans :  Thumbs Up.


2.মোল্লা আব্দুল গনি বারাদার কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
Ans : ইসলামিক এমিরেটস অফ আফগানিস্থান।


3. সম্প্রতি কোন রাজ্যে ওনাম উৎসব অনুষ্ঠিত হলো?
Ans : কেরালা


4. উত্তরপ্রদেশের আলীগড়ের নাম পরিবর্তন করে কি নাম প্রস্তাব রাখা হয়েছে?
Ans : হরিগড়।


5. Yuktdhara’ নামে পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
Ans : গিরিরাজ সিং


6. আফগানিস্তানের নতুন নাম কি?
Ans : ইসলামিক এমিরেটস অফ আফগানিস্থান।


7.2022 সালে United Nations World Geospatial Information Congress (UNWGIC) হোস্ট করতে চলেছে কোন দেশ?
Ans : ভারত


8. কোন ব্যাংক নতুন cyber security multi-donor trust fund চালু করল?
Ans : World Bank.


9. 2021 Global Manufacturing Risk Index-এ ভারতের স্থান কত?
Ans : দ্বিতীয়


10. ভারতের প্রথম রাজ্য হিসাবে ৩টি শহরের জন্য "ওয়াটার প্লাস সার্টিফিকেট" পেল কোন রাজ্য?
Ans : অন্ধ্রপ্রদেশ


11. Broadcast audience research council (BARC) এর নতুন CEO হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : নকুল চোপড়া।


12. BRICS 2021 NSA Meeting-এ সভাপতিত্ব করলো?
Ans : অজিত দোভাল


13. Research centre of Imarat (RCI) এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : উম্মালেনেনি রাজা বাবু।


14. Battlefield’ শিরোনামে বই লিখলেন?
Ans : বিশ্রম বেদেকার


15. কোন দেশের রাজা ইসমাইল সাবরি ইয়াকুবকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন?
Ans : মালয়েশিয়া।



16. NeoBolt নামে ভারতের প্রথম মোটরচালিত হুইলচেয়ার তৈরি করলো কোন IIT?
Ans : IIT MADRAS.


17. ভারতের সিনিয়ার মহিলা ফুটবল টিমের হেড কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : থমাস ডেনেরবী।


18. World Water Week পালন করা হচ্ছে ?
Ans : ২৩শে আগস্ট-২৭শে আগস্ট


19. Advisory Board for Banking and Financial Frauds (ABBFF) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? 
Ans : TM Bhasin.



20. ভারতের সর্বোচ্চ উচ্চতায় কোথায় ভেষজ উদ্যানের (হারবাল পার্ক) উদ্বোধন করা হলো? 
Ans : উত্তরাখন্ড।

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions.


1. 5th BRICS industry minister মিটিংয়ে ভারতের হয়ে কে অংশগ্রহণ করলেন?
Ans: পীযুষ গোয়েল।


2. Global Crypto Adoption Index 2021’ -এ কোন দেশ শীর্ষে রয়েছে?
Ans: ভিয়েতনাম


3. কোন রাজ্য সরকার রাজীব গান্ধী গ্রামীন ভুমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা লঞ্চ করল?
Ans: ছত্রিশগড়।


4.2021 world athletic under 20 championship কোথায় শুরু হল?
Ans: নাইরোবি।


5. সভা ও সমিতি’ কোন যুগের সঙ্গে সম্পর্কিত?
Ans: বৈদিক



6. কোন ইন্সুরেন্স কোম্পানি e Shield Next নামে ইন্সুরেন্স লঞ্চ করল?
Ans: SBI Life insurance.


7. মহাবীরের ধর্মনীতিগুলি কি নামে পরিচিত ছিল?
Ans: আগম


8. ভারত ও কোন দেশের নৌসেনা বাহিনীর সাথে Exercise Konkan 2021 নামে নৌসেনা অনুশীলন শুরু করল?
Ans: ইংল্যান্ড।


9. ব্যাঙ্গালোর মেট্রো’ কোন সংস্থা সঙ্গে 500 মিলিয়ন ডলার -এর ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে ?
Ans: ADB


10.কোন রেলওয়ে স্টেশনে রেল কোচ ওয়াশিং প্লান্ট তৈরি হলো?
Ans: হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন।


11. সম্প্রতি, প্রকাশিত ‘The Staranger In The Mirror’ পুস্তকটি কে লিখেছেন?
Ans : রাকেশ ওমপ্রকাশ মেহেরা


12. Godrej industries limited এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : নাদির গদরেজ।


13. কোন পশুর সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল?
Ans : ঘোড়া


14. বেদকে কেন্দ্র করে যে ধর্মগ্রন্থগুলি রচিত তাকে হলে?
Ans : ধৰ্মসূত্র

RRB Group D| Railway Group D Exams| Mcq Questions



1. ভারতে Amazon Alexa-র জন্য কোন বলিউড অভিনেতার ভয়েস ব্যবহৃত হবে?
Ans : অমিতাভ বচ্চন


2. কেনিয়ার নায়রবি তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এথলেটিক্স U20 চ্যাম্পিয়নশিপের 4×400 মিটার মিক্সড রিলেতে ভারতীয় দল কোন পদক জিতলাে?
Ans : ব্রোঞ্জ পদক।


3.পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন?
Ans : আইপিএস বীরেন্দ্র কুমার সিং


4. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী পদের কে দায়িত্ব নিতে চলেছেন?
Ans : ইসমাইল সাবরী ইয়াকুব।


5. সম্প্রতি, প্রকাশিত “The House That Zee Built” পুস্তকটি কে লিখেছেন?
Ans : সুরভী দহিয়া


6. তম সাংহাই কো – অপারেশন অর্গানাইজেশন কালচার মিনিস্টার্স মিটিং এ কে অংশগ্রহণ করলেন?
Ans : সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘয়াল।


7. ভারত এবং কোন দেশের নৌসেনার মধ্যে ‘Konkan Exercise 2021″  শুরু হয়েছে?
Ans :  ব্রিটেন


8. ইনফরমেশন & ব্রডকাস্টিং মন্ত্রকের সেক্রেটারি পদে আইএএস অফিসার কাকে নিযুক্ত করা হলাে?
Ans : অপূর্ব চন্দ্র।


9. কোন পূর্ব প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর 20 আগস্ট-এ  ‘জাতীয় সদভাবনা দিবস’ পালিত হয়?
Ans :  রাজীব গান্ধী


10. ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের ( BARC ) চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিযুক্ত করা হলাে? 
Ans : নকুল চোপড়া।


11. ‘World Mosquito Day 2021″ কবে পালিত হয়েছে?
Ans :  20 আগস্ট


12. ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ ( IEG ) এর প্রেসিডেন্ট পদে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কাকে নির্বাচিত করা হলাে? 
Ans : N K Singh.


13.  Institute of Economic Growth (IEG) -এর নতুন অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন?
Ans : নন্দ কিশোর সিং


14. হাইড্রোকার্বন প্রজেক্টের উপর চর্চার জন্য কোন রাজ্য সরকার সাত জন সদস্যের একটি প্যানেল গড়ে তুললাে ? 
Ans : তামিলনাড়ু রাজ্য।



15. সম্প্রতি, কবে “World Senior Citizen Day” পালিত হয়েছে?
Ans : 21 আগস্ট


16. কোথায় একটি আলাদা সিভিল সার্ভিস পরীক্ষা কেন্দ্র গড়ে তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার? 
Ans : লাদাখের লে তে।


17. Indian Bank -এর নতুন MD এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
Ans :  শান্তি লাল জৈন


18. ‘Black Ribbon Day ‘ কবে পালন করা হয়? 
Ans : 23th August.


19. ইসমাইল সাবরি ইয়াকুব (Ismail Sabri Yaakob) কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন?
Ans : মালেশিয়া

 Railway Group D Exams| RRB Group D| Mcq Questions  

1. কোমলিকা বারী কোন খেলায় যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব -21 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন?
Ans : তীরন্দাজি।


2. টোকিও প্যারালিম্পিক কবে থেকে শুরু হচ্ছে?
Ans : ২৪শে আগস্ট



3. হর্ষিত রাজা ভারতের জন্য দাবায় 69 তম এবং নতুন গ্র্যান্ডমাস্টার। তিনি কোন শহরের অধিবাসী?
Ans : রাখুন



4. Broadcast Audience Research Council India (BARC)-এর CEO হিসাবে নিযুক্ত হলেন?
Ans : নকুল চোপড়া


5. কোন ভারতীয় হাসপাতালটি ভারতের প্রথম হাসপাতাল হয়ে উঠেছে যা হাসপাতাল চত্বরে একটি ফায়ার স্টেশন স্থাপন করে?
Ans : এইমস, নয়াদিল্লি।



6. সম্প্রতি কোন দেশের প্রতি সমস্ত সহযোগিতা বাতিল করলো NATO?
Ans : আফগানিস্তান


7. কে 2021 সালে বীরত্ব পুরস্কারে অশোক চক্র প্রদান করেছেন?
Ans :বাবু রাম।


8.সম্প্রতি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদ থেকে পদত্যাগ করলেন নীতিন চাঘ ?
Ans : Ujjivan Small Finance Bank.



9. আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের সময় ভারতে কয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে?
Ans : 75টি



10. AK-103 রাইফেল কেনার জন্য কোন দেশের সাথে চুক্তি করলো ভারত?
Ans: রাশিয়া


11. প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন ফুটবল বিশ্বকাপে তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন?
Ans:পশ্চিম জার্মানি।



12. কোন কোম্পানি 2021 -এর “Hurun Global 500” -এর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে?
Ans: Apple.



13. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল তার স্বাস্থ্য কল্যাণ যোজনার অধীনে স্মার্ট স্বাস্থ্য কার্ড ঘোষণা করেছে?
Ans: ওড়িশা।



14. কে মনিপুরী নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন?
Ans: লা গনেশান



15. কোন রাজ্যে ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব এবং গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে?
Ans: কেরালা।



16. সম্প্রতি পুনে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো?
Ans: নিরাজ চোপড়া


17. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2021 সালে কতগুলো বীরত্ব পুরস্কার(Gallantry awards) প্রদান করলেন ?
Ans: 144টি


18. ব্যাঙ্গালোর মেট্রো’ কোন সংস্থা সঙ্গে 500 মিলিয়ন ডলার -এর ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে ?
Ans: Asian Development Bank (ADB).



19. আশরাফ গনি কোন দেশের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন?
Ans: আফগানিস্তান।


20. মহিলাদের জন্য মিশন শক্তির তৃতীয় দফা লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
Ans: উত্তর প্রদেশ


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.