Type Here to Get Search Results !

General Knowledge| RRB Group D Exams| Mcq Questions

General Knowledge| Group D Exams| Mcq Questions

 Table of Content(toc)

General Knowledge| RRB Group D Exams| Mcq Questions

General Knowledge| RRB Group D Exams| Mcq Questions| RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, RRB gk, etc exam.

Today Gk website for GK, General Knowledge in Bengali | RRB Group D Exams. GK in Bengali, Gk For Wbcs Group D Exams 2022-23, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

General Knowledge| RRB Group D Exams| RAILWAY Mcq Questions. Most of the students search on the General Knowledge in Bengali | Preliminary Exam. General Knowledge in Bengali | RRB Group D Exams.

Internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

General Knowledge| Group D Exams| Mcq Questions.

1. ক্যাবিনেট সেক্রেটারী রাজীব গৌবার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো?

Ans: ১ বছর


2.মালদ্বীপের মত কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ওয়াটার ভিলা তৈরি করা হবে?
Ans: লাক্ষাদীপ।


3. Home interior brand HomeLane এর brand ambassador পদে কে নিযুক্ত হলেন?
Ans: M.S. Dhoni.


4. ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে পুনরায় কে নির্বাচিত হলেন?
Ans: রাজীব গৌবা।


5.কোন দেশের সাথে ‘Zayed Talwar 2021’ নামে নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত?
Ans: সংযুক্ত আরব আমিরাত (UAE)


6. James Anderson টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী খেলোয়াড় হলেন, ইনি কোন দেশের খেলোয়াড়?
Ans: ইংল্যান্ড।


7. টেস্ট ক্রিকেটে সবথেকে উইকেট নেওয়া খেলোয়াড়দের তালিকায় James Anderson-এর স্থান কত ?
Ans: তৃতীয় স্থান।


8. The Year That Wasn’t – The Diary of a 14-Year-Old” বইটির লেখক কে?
Ans: Vrisha Jain.


9. The Year That Wasn’t – The Diary of a 14-Year-Old” শিরোনামে বই লিখলো?
Ans: বৃশা জৈন


10. 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্চ জয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক শ্রীজেসের নামে কোন রাজ্যে একটি রাস্তার নামকরণ করা হল?
Ans: কেরালা।


12. সম্প্রতি প্রয়াত অনুপম শ্যাম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
Ans: অভিনয়।


13. ভারতের কোন রাজ্যে প্রথম হার্ট ফেলিওর বায়ো ব্যাংক চালু হয়েছে? 
Ans: কেরালা।


14.  কোন দেশের INS-2B স্যাটেলাইটটি মহাকাশে লঞ্চ করবে ISRO?
Ans:  ভুটান।


15. Disaster management এর জন্য ভারত ও কোন দেশের মধ্যে Mou সাক্ষর হল? 
Ans: বাংলাদেশ।


16. টোকিও অলিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতলো ?
Ans: ৭টি।


17.  ভারতীয় নৌবাহিনী ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌ-মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত হল? 
Ans: UAE Navy.


18. ডিজেল হোম ডেলিভারি দেওয়ার জন্য "ফুয়েল হামসফর" ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা ?
Ans:  IOCL.



19. National Ingersoll Day কবে পালিত হয়? 
Ans: 11 August.   



20. নাগাসাকি দিবস পালন করা হয় ?
Ans: ৯ই আগস্ট


21. ভারতের প্রথম হার্ট ফেইলিওর বায়োব্যাঙ্ক কোথায় শুরু হয়েছে?
Ans: কেরালার SCTIMST-তে


22. ভারতের প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP 2020)-এর বাস্তবায়ন করবে কোন রাজ্য?
Ans: কর্ণাটক


23. বিশুদ্ধ জলের বিষয়ে সচেতনতা বাড়াতে লাদাখে কি চালু করেছে?
Ans: Pani Maah


24. OBC, SC এবং সাফাই কর্মীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ‘PM-DAKSH’ পোর্টাল ও মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?
Ans: ড. বীরেন্দ্র কুমার


25. SBI জেনারেলের সাথে কে পার্টনারশিপ করেছে?
Ans: Sahay


26. সম্প্রতি, প্রকাশিত “A Begum and A Rani” পুস্তকটির লেখক?
Ans: রুদ্রাংশু মুখার্জি


27. Eurosport ইন্ডিয়া কাকে MotoGP ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে?
Ans: জন আব্রাহামকে।


28. অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণ পদক বিজেতা দ্বিতীয় ভারতীয় ? Ans: নীরজ চোপড়া


29. কোন ব্যাঙ্ক ‘হেলথ এন্ড ওয়েলনেস সেভিংস একাউন্ট‘ খুলেছে?
Ans: সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।


30. Amazon, কোন রাজ্যে নতুন “Fulfillment Center (FC)” স্থাপনের ঘোষণা করেছে?
Ans: তেলেঙ্গানা


31. ভুটানের মাংদেচু জলবিদ্যুৎ প্রকল্প কোন পদক পেয়েছে?
Ans: ব্রুনেল পদক ।


32. নিম্নলিখিত কোন IIT ভূমিকম্পের পূর্বাভাস মোবাইল অ্যাপ “Earthquake Early Warning (EEW)” লঞ্চ করেছে?
Ans: IIT Roorkee.


33.টোকিও অলিম্পিক 2020: কুস্তিতে ব্রোঞ্জ পদক কে জিতলেন?
Ans:বজরং পুনিয়া।


34. ‘ভারত কেশরী কুস্তি দঙ্গল‘ কে জিতেছেন?
Ans: লাভাংশু শর্মা।


35. জাতীয় মহিলা আয়োগ (NCW) -এর অধ্যক্ষ পদে কে পুনঃ নিযুক্ত হয়েছেন?
Ans: রেখা শর্মা


36. World Lion Day ‘ বা ‘ বিশ্ব সিংহ দিবস ‘ কবে পালন করা হয়?
Ans : 10th August.


37. ভারতের প্রথম “Heart Failure Biobank” কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
Ans : কেরালা


38. রাম শুভাগ সিং কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন?
Ans: হিমাচল প্রদেশ


39. টোকিও অলিম্পিকে কোন মেডেল জিতলো ভারতীয় রেসলার রবি কুমার দহিয়া ?
Ans: রূপো

40. Sjoerd Marijne কোন ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন?
Ans: ভারতীয় মহিলা হকি দল ।

41. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো?
Ans: ধ্যান চাঁদ

42. ইজ অফ ডুয়িং বিজনেস উদ্যোগের অধীনে কোন রাজ্য তার স্কিমের জন্য চারটি স্কোচ পুরস্কার পেয়েছে?
Ans. পশ্চিমবঙ্গ ।

43.টোকিও অলিম্পিকে ভারতীয় রেসলার বজরং পুনিয়া কিসের পদক জিতলেন?
Ans: ব্রোঞ্জ

44. কোন স্মার্টফোন নির্মাতা 2021 এর দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে?
Ans: Xiaomi.

45. অযোধ্যার রাম মন্দির ২০২৩ সালের কোন মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে?
Ans: ডিসেম্বর মাসে

46. সমগ্র শিক্ষা স্কীম কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষাকে অন্তর্ভুক্ত করে? ?
Ans: প্রিস্কুল থেকে ক্লাস 12 পর্যন্ত ।

47. A Begum and A Rani" শিরোনামে বই লিখলেন?
Ans: রুদ্রাংশু মুখার্জি

48.কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে, মালদ্বীপ শৈলী জল ভিলা স্থাপন করা হবে?
Ans: লাক্ষাদ্বীপ।

49. দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত?
Ans: বাংলাদেশ

50. কোন রাজ্যটি এখন পর্যন্ত POCSO কোর্ট স্কিম শুরু করেনি?
Ans: পশ্চিমবঙ্গ ।

51. হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং-এ ১ মিলিয়ন কাস্টমার অতিক্রম করলো কোন ব্যাঙ্ক?
Ans: Axis Bank.

52. টোকিও অলিম্পিক ২০২০ তে কতজন ক্রীড়াবিদ ভারতের প্রতিনিধিত্ব করেছেন?
Ans: 120

53. সম্প্রতি ভারতে কোন কোম্পানির সিঙ্গেল ডোজ ভ্যাকসিন অনুমোদন করা হলো?
Ans: Johnson & Johnson.

54. বালাকোট এয়ার স্ট্রাইক: হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা বইটির লেখকের নাম বলুন?
Ans: মনন ভট্ট ।

55. সম্প্রতি বাংলাদেশকে কত গুলি অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত?
Ans: ৩০টি

56. পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডোগরি লেখক এবং কবি যিনি সম্প্রতি মারা গেছেন তার নাম বলুন?
Ans: পদ্মা সচদেব ।

57.২০২০ টোকিও অলিম্পিকে ভারতে হয়ে প্রথম সোনার মেডেল জিতলেন কে?
Ans: নীরাজ চোপড়া

58. The Quit India Movement Day ‘ বা ‘ ভারত ছাড়ো আন্দোলন দিবস ‘ কবে পালন করা হয়?
Ans. 9th August

General Knowledge| Group D Exams| Mcq Questions. Most of the students search on the General Knowledge in Bengali | Preliminary Exam. General Knowledge in Bengali | RRB Group D Exams. Internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.