Type Here to Get Search Results !

Student Credit Card || WB Student Credit Card.

Student Credit Card || WB Student Credit Card-এর জন্য কারা আবেদন করতে পারবেন এবং ক্রেডিট কার্ড পেতে কী কী কাজ করবে?
Student Credit Card || WB Student Credit Card-এর জন্য কারা আবেদন 

WB Student Credit Card-এর জন্য কারা আবেদন এবং ক্রেডিট কার্ড পেতে কী কী কাজ করবে?

Student Credit Card || WB Student Credit Card-এর জন্য কারা আবেদন করতে পারবেন এবং ক্রেডিট কার্ড পেতে কী কী কাজ করবে? ক্রেডিট কার্ডে থাকবে 10 লক্ষ টাকা. Student Credit Card 

এই West Bengal Student Credit Card Scheme-Student Credit Card আবেদন করা যাবে দশম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স বা স্নাতকোত্তর, ডিপ্লোমা, গবেষণারত সকল ছাত্রছাত্রীরা আবেদনযোগ্য।প্রত্যেকে West Bengal এর বাসিন্দা হতে হবে। কমপক্ষে ১০ বছর West Bengalএ থাকতে হবে।

Follow My WebsiteToday Gk-All Exams

West Bengal Student Credit Card Scheme

Student Credit Card - কারা কারা আবেদন করতে পারবেন?

1) যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাবেন, তাঁদের আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টোরাল বা পোস্ট ডক্টোরাল কোর্সের জন্য ভারত অথবা বিদেশে যাবেন বলে, মনোস্থির করেছেন তারা আবেদন করতে পারবেন।

2) সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই ক্রেডিট কার্ড পাবেন, যাঁরা পশ্চিমবঙ্গে বিগত 10 বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছেন।

3) ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর সর্বাধিক বয়স সীমা 40 বছর।

4) এই কার্ডের মধ্যে দিয়েই স্টুডেন্ট লোনের গ্যারান্টি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

5) তবে, ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে Student Loan পেতে পড়ুয়াদের CIBIL Score অত্যন্ত ভালো হতে হবে।

Online West Bengali, Student Credit Card-এর জন্য আবেদন জানানোর উপায় -

* এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জানাতে প্রথমেই আপনাকে নির্দিষ্ট পোর্টালে লগ ইন করতে হবে। (30 জুন সেই পোর্টাল সম্পর্কে ঘোষণা করা হবে।)

* সেখানে ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের Application অথবা Registration অথবা Apply Online অপশন দেখতে পাবেন।

* সেই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে।

* যেখানে আপনাকে সব প্রয়োজনীয় তথ্য এক এক করে দিয়ে দিতে হবে।

* আপনার মোবাইল নম্বর সাবমিট করতে হবে।

West Bengal Student Credit Card Scheme Documents Requirement

➤এর পরে এই সব একাধিক তথ্য দিয়ে দিন, যার মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও রয়েছে : -

  • আবেদনকারীর রঙিন Photograph – ছবি .jpeg /.jpg ফরম্যাটে থাকবে এবং ছবি হতে হবে 20 KB থেকে 50 KB মধ্যে
  • সহ-আবেদনকারী / সহ-লোনগ্রহীতার রঙিন Photograph ছবি .jpeg /.jpg ফরম্যাটে থাকবে এবং ছবি হতে হবে 20 KB থেকে 50 KB মধ্যে
  • Student এর সই বা Signature – ছবি .jpeg /.jpg ফরম্যাটে থাকবে এবং 10 KB থেকে 50 KB মধ্যে
  • সহ-আবেদনকারীঅভিভাবকের signature – ছবি .jpeg /.jpg ফরম্যাটে থাকবে এবং 20 KB থেকে 50 KB মধ্যে
  • শিক্ষার্থীর আধার কার্ড – .pdf  ফরম্যাটে থাকবে এবং  50 KB থেকে 400 KB মধ্যে
  • যদি আধার কার্ড না থাকে তবেউচ্চমাধ্যমিকের registration certificate – এটিও pdf  ফরম্যাটে থাকবে এবং  50 KB থেকে 400 KB মধ্যে
  • অভিভাবকের ঠিকানার প্রমানপত্র – pdf  ফরম্যাটে থাকবে এবং  50 KB থেকে 400 KB মধ্যে
  • ভর্তির রশিদ বা Admission Receipt – pdf  ফরম্যাটে থাকবে এবং  50 KB থেকে 400 KB মধ্যে
  • Student এর PAN Card বা প্যান কার্ড না থাকলে undertaking দিতে হবে – pdf  ফরম্যাটে এবং  50 KB থেকে 400 KB মধ্যে
  • Guardian এর এর PAN Card বা প্যান কার্ড না থাকলে undertaking দিতে হবে – pdf  ফরম্যাটে এবং  50 KB থেকে 400 KB মধ্যে
  • কোর্স ফি / tuition fee সংক্রান্ত brochure / নথির প্রাসঙ্গিক ডকুমেন্ট – pdf  ফরম্যাটে এবং  50 KB থেকে 400 KB মধ্যে
  • Bank Account Copy

সব প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে তাকে সমর্থন করে, একটি প্রয়োজনীয় নথি আপলোড করুন :-

  1. একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আপলোড করুন।
  2. শেষ হলে আপনার ফোনে একটি কনফার্মেশন মেসেজ আসবে।
  3.  উচ্চতর কর্তৃপক্ষ আপনার জমা দেওয়া তথ্য ও নথি যাচাই করবেন।
  4. এর পরে আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন গৃহীত হল না আবেদন প্রত্যাখ্যান করা হল।


West Bengal| Student Credit Card Scheme-এ আবেদন জানাতে প্রয়োজনীয় নথি -


1) ঠিকানার প্রমাণ।

2) পরিবারের আয়ের সার্টিফিকেট।

3) দ্বাদশ শ্রেণীর মার্ক শিট।

4) উচ্চশিক্ষার রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি, অথবা বিশেষ নির্বাচিত হওয়ার নথি।

5) ছাত্র-ছাত্রী ও তাঁদের মা ও বাবার পরিচয়পত্র (আধার কার্ড / প্যান কার্ড / পাসপোর্টের কপি)।

6) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।

7) ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট (শেষ ছয় মাস)।

8) সব তথ্য দিয়ে ভর্তি করা আবেদন ফর্ম।


WB Student Credit Card Scheme| সম্পর্কে কিছু জরুরি তথ্য-


* সকল ছাত্র-ছাত্রীকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে Student Credit Card নিয়ে আসা হচ্ছে।

* এই ক্রেডিট কার্ডে থাকবে 10 লক্ষ টাকার ক্রেডিট লিমিট।

* মাত্র 4 শতাংশ হারে সুদ দিতে হবে


West Bengal Student Credit Card অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল সাইটগুলি হল –

www.wb.gov.in/

banglaruchchashiksha.wb.gov 

wbscc.wb.gov


পশ্চিমবঙ্গ Student Credit Card প্রকল্পের বিবরণ -

প্রকল্প - West Bengal Student Credit Card Scheme

প্রদানকারী কর্তৃপক্ষ – পশ্চিমবঙ্গ সরকার।

বছর – 2021

ঘোষণা - মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্যাবিনেটে ছাড়পত্র – 24 / 06 / 2021

অনলাইন আবেদন শুরু হবে - 30 / 06 / 2021 থেকে।

অফিশিয়াল ওয়েবসাইট – শীঘ্রই জানানো হবে (30 / 06 / 2021-এ লিঙ্ক অ্যাক্টিভেট হবে)।

প্রকল্পের প্রধান সুবিধা - ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা দেওয়ায় হবে।

প্রয়োজনীয় নথি - আধার, রেসিডেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।

Follow My Website-Today Gk-All Exams

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.