Type Here to Get Search Results !

সুবোধ ঘোষ জীবনী | Biography of Subodh Ghosh.

সুবোধ ঘোষ জীবনী | Biography of Subodh Ghosh.

সুবোধ ঘোষ জীবনী | Biography of Subodh Ghosh.

Biography of Subodh Ghosh-কোথায় জন্ম গ্রহণ, সুবোধ ঘোষ জীবন সম্পর্কে,সুবোধ ঘোষের কর্মজীবন সম্পর্কে ও নাটকগুলি,উপন্যাসগুলি, সাহিত্যজীবন কেমন ছিলি...Biography of Subodh Ghosh.

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য    সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।Biography of Subodh Ghosh.


Biography of Subodh Ghosh.
জন্ম: (Date of birth) ১৯০৯ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন।
কর্মজীবনের সূত্রপাত:  কলেরার টিকা দেওয়ার কাজের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের সূত্রপাত।বাসের কনডাক্টর, মনকি মুম্বাইতে ঠিকাদারের অধীনে ঝাড়ুদারের কাজও তিনি করেন।
সাহিত্যজীবন: সুবােধ ঘােষ ‘অযান্ত্রিক’ গল্প লিখে পাঠকমহলে সাড়া জাগান।
 প্রথম গল্প:  ‘অযান্ত্রিক’
বিশিষ্ট উপন্যাসগুলি: শতভিষা’ (১৯৪৬), ‘গঙ্গোত্রী’ (১৯৪৭), একটি নমস্কারে’ (১৯৪৭), ‘ত্রিযামা’ (১৯৫৭), সুজাতা' (১৯৫৭), ।
মৃত্যু: (Death) ১৯৮০ খ্রিস্টাব্দের ১০ মার্চ পরলােকগমন করেন।

সুবোধ ঘোষ জীবনী | Biography of Subodh Ghosh.

Biography of Subodh Ghosh-কোথায় জন্ম গ্রহণ, সুবোধ ঘোষ জীবন সম্পর্কে,সুবোধ ঘোষের কর্মজীবন সম্পর্কে ও নাটকগুলি,উপন্যাসগুলি, সাহিত্যজীবন কেমন ছিলি তাঁর সম্পর্কে...

আজ আমরা আলোচনা করবো সুবোধ ঘোষ জীবনী নিয়ে।এবং তার সাথে আমরা জানবো সুবোধ ঘোষ, কোথায় জন্ম গ্রহণ করে ছিলেন, পিতামাতা ও স্বামী, তার শৈশব জীবন সম্পর্কে, শিক্ষাজীবন সম্পর্কে ও বৈবাহিক জীবন কেমন ছিলি তাঁর সম্পর্কে। এবং আমরা জন্য তাঁর সাহিত্য জীবন, তাঁর  গুরুত্ব পূর্ণ সাহিত্য রচনা, তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাস, তাঁর নানা প্রাপ্ত সন্মান ও পুরস্কার সম্পর্কে।

সুবোধ ঘোষের  জন্ম ও বংশকথা| Subodh Ghosh was born.

কথাসাহিত্যিক সুবােধ ঘােষ ১৯০৯ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি বাসভূমি ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। সেখানেই তাঁর পড়াশােনার সূত্রপাত। ম্যাট্রিকুলেশন পাস করে, সেখানকার সেন্ট কলম্বাস কলেজে পড়াশােনা শুরু করেও পারিবারিক নানা সমস্যায় তিনি লেখাপড়া সম্পূর্ণ করতে পারেননি। কলেজের পড়া শেষ হওয়ার পূর্বেই তাঁকে জীবিকার সন্ধানে ব্যস্ত থাকতে হয়।

সুবোধ ঘোষের কর্মজীবন|Subodh Ghosh's career.


সুবােধ ঘােষ বিচিত্র পেশার সঙ্গে যুক্ত ছিলেন। বস্তিতে কলেরার টিকা দেওয়ার কাজের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের সূত্রপাত। এরপর তিনি সার্কাসের দলে যােগ দেন, তারপর বাসের কনডাক্টর হিসেবে কাজ করেন, এমনকি মুম্বাইতে ঠিকাদারের অধীনে ঝাড়ুদারের কাজও তিনি করেন।এ ছাড়াও চা ও বেকারির ব্যাবসা, স্টোর কিপিং-এর কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। জীবিকার সন্ধানে একসময় আফ্রিকায় যান।

প্রাণসংশয়ের ঝুঁকি নিয়ে সেখানে অভ্রখনির ওভারসিয়ারের কাজ করেন। জীবনের এই আশ্চর্য অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে পরিচয় তাঁর সাহিত্যনির্মাণের পথ প্রস্তুত করেছিল। বিশ শতকের চারের দশকে তিনি কলকাতায় আসেন এবং গৌরাঙ্গ প্রেসে প্রুফরিডারের কাজ নেন। পরে আনন্দবাজার পত্রিকায় রবিবা-সরীয় বিভাগে সহকারী পুফরিডারের কাজে যােগ দেন। পত্রপত্রিকার জগতে কর্মরত থাকার ফলে বহু গুণীজনের সান্নিধ্যে তাঁর সাহিত্যপ্রতিভা বিকশিত হয়। এরপর থেকেই যথার্থভাবে সুবােধ ঘােষের সাহিত্যচর্চার সূত্রপাত। এসময় তিনি পরিচিতজনের অনুরােধে ‘অযান্ত্রিক’ নামে একটি গল্প লেখেন। এটি তাঁর লেখা প্রথম গল্প ।

সুবোধ ঘোষের সাহিত্যজীবন| Literary life of Subodh Ghosh.


সুবােধ ঘােষ ‘অযান্ত্রিক’ গল্প লিখে পাঠকমহলে সাড়া জাগান। পরের গল্প ‘ফসিল’-ও পাঠকদের অভিভূত করে এবং ধীরে ধীরে বাংলা ছােটোগল্পের জগতে তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন, যা তাঁকে সাহিত্যে অমরত্ব দান করে। পাঁচের দশকে সুবােধ ঘােষ খ্যাতির শীর্ষ স্পর্শ করেন। উপন্যাসের পাশাপাশি অন্যান্য রচনাতেও তিনি কৃতিত্বের পরিচয় দেন। গল্প ব্যতীত উপন্যাস, নাটক, প্রবন্ধ ও রম্যরচনায় তার স্বকীয়তা বাংলার পাঠককে মুগ্ধ করে স্বনামে। ছাড়াও ‘সুপান্থ’, ‘ভবানী পাঠক’ ও ‘কালপুরুষ’ ছদ্মনামে তিনি বেশ কিছু লেখা লিখেছেন। তাঁর প্রথম উপন্যাস “তিলাগুলি। (১৯৪৪) এবং শেষ উপন্যাস সেই অদ্ভুত অভ্রখানি' (১৯৭৭)। (অ সাহিত্যকর্ম ছােটোগল্প ছাড়াও সুবােধ ঘােষ বহু উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। তিনি মােট একশাে সাতান্নটি। গল্প ও তিরিশটি উপন্যাস লিখেছেন। 

সুবোধ ঘোষের  বিশিষ্ট উপন্যাসগুলি। হল—‘শতভিষা’ (১৯৪৬), ‘গঙ্গোত্রী’ (১৯৪৭), একটি নমস্কারে’ (১৯৪৭), ‘ত্রিযামা’ (১৯৫৭), সুজাতা' (১৯৫৭), । ‘পুনর্নবা’ (১৯৫৭), “শুন বরনারী’ (১৯৫৭), ‘শতকিয়া। (১৯৫৮), ছায়াবৃতা' (১৯৬১), ‘জিয়াভরলী’ (১৯৬৩), । ‘বাসবদত্তা’ (১৯৭০), ‘দুই গন্ধর্ব (১৯৭২) ইত্যাদি। 

সুবোধ ঘোষের জনপ্রিয় নাটকগুলি হল—‘অভ্যুদয়’, ‘শ্রেয়সী, ‘সুজাতা’, ‘বারবধূ ইত্যাদি। তাঁর গল্প সংকলন হল—“ফসিল’ (১৯৪০), পরশুরামের কুঠার’ (১৯৪০), শুক্লাভিসার’ (১৯৪৪), জতুগৃহ' (১৯৫০), ‘থির বিজুরি’ (১৯৫৫), ‘গল্পলােক’ (১৯৫৭), ‘চিত্ত-চকোর’ (১৯৬০), ক্যাকটাস' (১৯৬৫) ইত্যাদি। 

তাঁর প্রবন্ধ তথা গবেষণামূলক গ্রন্থ হল— ভারতের আদিবাসী’, ‘সিগমুন্ড ফ্রয়েড’, ‘ভারতীয় ফৌজের ইতিহাস, কাগজের নৌকা প্রভৃতি। তাঁর অপর একটি বিশিষ্ট রচনা ‘ভারত প্রেমকথা'। এটি ‘মহাভারত’-এর আশ্রয়ে রচিত। সন্মাননা সুবােধ ঘােষ আনন্দবাজার গােষ্ঠী থেকে ‘আনন্দ পুরস্কার এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।

সুবোধ ঘোষের শেষ জীবন| Subodh Ghosh Biography.


তাঁর স্বভাবের দিক থেকে তাঁকে গম্ভীর প্রকৃতির মনে হলেও আসলে তিনি ভীষণ রকমের মজলিশি মানুষ ছিলেন। পুরাতত্ত্ব, প্রত্নতত্ত্ব ও সামরিক বিদ্যাতেও তার দক্ষতা ছিল। তাঁর রচিত । বহু গল্প-উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। তার গল্পের বিষয়। বৈচিত্র্যপূর্ণ ও তার পটভূমি বিস্তৃত। বিভিন্ন শ্রেণির মানুষ গল্পে প্রাণময় হয়েছে, যা বাঙালি পাঠক কখনও বিস্মৃত হবেন। তার আখ্যানে আর্থসামাজিক দ্বন্দ্ব, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত । শ্রেণির দ্বিধান্বিত অবস্থার পরিচয় পাওয়া যায়। তা ছাড়াও মানবমনের গহন প্রদেশের স্বরূপ উদঘাটন ও তাঁর অনবদ্য। বাচনভঙ্গির সার্থক বিন্যাস বাংলার পাঠককে মুগ্ধ করেছে। তিনি নিজেই জানিয়েছেন—“লেখক হওয়ার আগে জীবনের। আলাে-ছায়া ও অন্ধকারের অনেক রূপ ও অনেক ঘটনা। দেখবার অভিজ্ঞতা আমার ছিল।” এই বিখ্যাত কথাসাহিত্যিক। ১৯৮০ খ্রিস্টাব্দের ১০ মার্চ পরলােকগমন করেন।

[আরো পড়ুন ]


Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে    অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য  সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.