Type Here to Get Search Results !

Gk in Tripura| Tripura Gk Part-4

Gk in Tripura| Tripura Gk Part-4

Gk in Tripura|Tripura Gk Patr-4

Gk in Tripura |Tripura Gk Part-4| General Knowledge in Tripura. General Knowledge.Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, and School Service all Competitive exams ...

Gk in Tripura  |Tripura Gk | General Knowledge in Tripura. General Knowledge Patr-4

General Knowledge is included in our various public and private comparative exams such as Rail, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc. You can definitely make our blog website grow to increase the store.

       : Read More :        

Various competitive examinations (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) such as: - Clerk of West Bengal Staff Selection Commission, WBCS Preliminary, Miscellaneous Services Exam General Knowledge in Tripura based on the type of questions that will appear in various competitive job examinations including Higher Secondary and Graduate Level Group-D, State and Kolkata Police Constable examinations. Gk in Tripura. , All Exams MCQ- I have come to know that splays a very important role.


Gk in Tripura|Tripura Gk|General Knowledge in Tripura Part-4


প্রশ্নঃ কর ভাষায় পরিচালনা করেছিলেন লংতরাই চলচ্চিত্র পরিচালকের নাম কী?

উত্তরঃ প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী বিমল সিন্হা।


প্রশ্নঃ Reangs of Tripura কার লেখা? 

উত্তরঃ শ্রী জগদীশ গণচৌধুরি।


প্রশ্নঃ ১৪ দেবতার পূজা কী নামে পরিচিত? 

উত্তরঃ খারচি পুজা।


প্রশ্নঃ ত্রিপুরা উপজাতিদের ঐতিহ্যবাহী একটি নামের নাম কর। 

উত্তরঃ হজাগিরি নাচ।


প্রশ্নঃ ত্রিপুরার কোন্ মহারাজের আমলে প্রথম মুদ্রা চালু হয়? 

উত্তরঃ রত্নমাণিক্য।


প্রশ্নঃ রাজ্যে প্রথমআইসি ডি এস প্রকল্প কবে চালু হয়? 

উত্তরঃ ১৯৭৫ সালে। ছামনুব্লকে।


প্রশ্নঃ রাজ্যে কবে চাকমা ভাষায় শিক্ষাক্রম চালু হয়? 

উত্তরঃ ২০০৪ সালে।


প্রশ্নঃ রাজ্যের প্রথম হাইস্কুল কোটি?

উত্তরঃ উমাকান্ত একাডেমি (মহারাজা রাধাকিশােরে আমলে এটি গড়ে উঠে)।


প্রশ্নঃ বিধানসভায় উপজাতিদের জন্য কয়টি আসন সংরক্ষতি?

উত্তরঃ ২০টি আসন।


প্রশ্নঃ বিহু উৎসব কারা করেন?

উত্তরঃ চাকমা সমাজ।


প্রশ্নঃ প্রথম নবােদয় স্কুল কোনটি? 

উত্তরঃ রামচন্দ্রঘাট (খােয়াই)।


প্রশ্নঃ রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কে? 

উত্তরঃ বাসনা চক্রবর্তী।


প্রশ্নঃ ভারতওবাংলাদেশের জাতীয় পতাকাত্রিপুরার কোন সীমান্ত দিয়ে একসাথেউত্তোলন করা হয়? 

উত্তরঃ আখাউড়া সীমান্তে।


প্রশ্নঃ রাজ্যের প্রথম চা বাগানটির নাম কী? 

উত্তরঃ হীরাছড়া।


প্রশ্নঃ চতুর্দশ দেবতা মন্দির কত সালে স্থাপিত হয়? 

উত্তরঃ ১৭৬১ সালে।


প্রশ্নঃ টিপিএস (True Potato Seed) আলুর বীজ উৎপাদনেত্রিপুরা দেশের মধ্যে কী স্থান অধিকার করে?

উত্তরঃ প্রথম। আলু গাছ থেকে ছােটো গােটা বীজ উৎপন্ন হয়। বীজ থেকে উৎপাদিত আলুকে বলে টি পি এস।


প্রশ্নঃ রাজ্যের একমাত্র শৈলকেন্দ্রটির নাম কী? 

উত্তরঃ জম্পুইহিল।


প্রশ্নঃ রাজ্যেকটিপর্যটন কেন্দ্ৰআছে?

উত্তরঃ ২৩টি। এছাড়া ২টিগ্রামীণ পর্যটন কেন্দ্রও আছে।


প্রশ্নঃ আয়তন অনুসারে ভাররে রাজ্য গুলির মধ্যে ত্রিপুরার স্থান কী?

উত্তরঃ তৃতীয় ক্ষুদ্রতম।


প্রশ্নঃ গড়িয়া ও গাজন উৎসব কোন্ মাসে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ এপ্রিল মাসে।(বৈশাখ)


প্রশ্নঃ হাওড়া নদীর উৎসস্থল কোথায়? 

উত্তরঃ  বড়মুড়া রেঞ্জ।


প্রশ্নঃ সােমদেব দেববর্মণ কোন্ খেলার সঙ্গে যুক্ত? 

উত্তরঃ লন টেনিস।


প্রশ্নঃ ত্রিপুরার রাজ্যপাল ভবনটির নাম কী? 

উত্তরঃ কুঞ্জবন প্রাসাদ।


প্রশ্নঃ হ্রদেরশহর কাকে বলে? 

উত্তরঃ উদয়পুরকে।


প্রশ্নঃ কমলা ও পর্যটন উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়?

 উত্তরঃ নভেম্বর মাসে।


প্রশ্নঃ একমাত্র প্রজাতির বানর দেশের মধ্যে শুধু ত্রিপুরায় পাওয়া যায় তার নাম কী? 

উত্তরঃ এপ হলক গিবন।


প্রশ্নঃ গারাে উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম কী?

উত্তরঃ ওয়াঙ্গলা।


প্রশ্নঃ ত্রিপুরা রাজ্য কোন্‌আদালতের অধীনস্থ? 

উত্তরঃ হাইকোর্টের অধিনস্থ।


প্রশ্নঃ খােয়রা হৃদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ কৈলাসহরে।


প্রশ্নঃ কালাজারি কী? 

উত্তরঃ একটি পর্বতমালা।

Various competitive examinations (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) such as: - Clerk of West Bengal Staff Selection Commission, WBCS Preliminary, Miscellaneous Services Exam General Knowledge in Tripura based on the type of questions that will appear in various competitive job examinations including Higher Secondary and Graduate Level Group-D, State and Kolkata Police Constable examinations. Gk in Tripura. , All Exams MCQ- I have come to know that splays a very important role.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.