Type Here to Get Search Results !

Gk in Tripura | General Knowledge in Tripura.

Gk in Tripura | General Knowledge in Tripura.

Gk in Tripura | General Knowledge in Tripura. General Knowledge

Gk in Tripura | General Knowledge in Tripura. General Knowledge.Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams

জেনারেল নলেজ গুলি আমাদের নানা সরকারি ও বেসরকারি কম্পেরেটিভ এক্সামে পড়ে থাকে  যেমন- রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার।আপনারা  সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন আমাদের এই ব্লগ ওয়েবসাইটিকে

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে General Knowledge in Tripura | Gk in Tripura. , All Exams MCQ-নিয়ে এসেছি যে গুলি বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। 

Gk in Tripura | General Knowledge in Tripura.

প্রশ্নঃ ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কী? 

উঃ আগরতলা।


প্রশ্নঃ ত্রিপুরার দুটি পাহাড়ের নাম কর। 

উ'জম্পুই, আঠারমুড়া।


প্রশ্নঃ ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? 

উঃ জম্পুই পাহাড়ের বেটলিং শিব (৯৩৯ মিটার) সর্বোচ্চ শৃঙ্গ।


প্রশ্নঃ ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম কর। 

উঃ গােমতী নদী।


প্রশ্নঃ ত্রিপুরার দুটি অর্থকরি ফসলের নাম কর। 

উঃ  পাট ও মেস্তা।


প্রশ্নঃ কঁচা রাবারউৎপাদনেত্রিপুরা ভারতের কোন্‌স্থান দখলকরেছে?

উঃ দ্বিতীয় স্থান।


প্রশ্নঃ উপজাতি সম্প্রদায় দ্বারা আদিম পদ্ধতিতে চাষ করাকে কী বলে? 

উঃ জুম চাষ। প্রধানত ধান, তিল চাষ করা হয়।


প্রশ্নঃ ত্রিপুরার ভূ-প্রকৃতি কীরূপ ? 

উঃ পর্বতময়।


প্রশ্নঃ এন এইচ-৪৪ জাতীয় সড়কটির নাম কী? 

উঃ আসাম-আগরতলা-সাব্রুম রােভ (৪৪৮কিমি)। (প্রাথমিক অবস্থায় এর নাম ছিল কুর্তি রােড ১৯৫০ সালে সড়ক পথটির কাজ শুরু হয়।)।


প্রশ্নঃ ত্রিপুরার কোন্ উপজাতি জনগােষ্ঠীর সংখ্যা সর্বাধিক?

উঃ ত্রিপুরী জনগােষ্ঠী।


প্রশ্নঃ ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যটির নাম কী? 

উঃ গােমতী অভয়ারণ্য। এটি দক্ষিণ ত্রিপুরার অবস্থিত (৩৯০ বর্গ কিমি)।


প্রশ্নঃ ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণি কোনটি? 

উঃ জম্পুই রেঞ্জ।


প্রশ্নঃ ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত?

উঃ ৮৩৯ কিমি।


প্রশ্নঃ ত্রিপুরার দীর্ঘতমনদীটির নামকী? 

উঃ মনু (১৬৭কিমি)।


প্রশ্নঃ রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি ত্রিপুরার কোথায় গড়ে উঠেছে?

উঃ গােমতী জলবিদ্যুৎ কেন্দ্রটি গােমতী জেলার অমরপুর মহকুমার তীর্থমুখে অবস্থিত।


প্রশ্নঃ  রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? 

উঃ পালাটানায়।


প্রশ্নঃ TBSE কথাটির পুরাে রূপ কী? 

উঃ Tripura Board of Secondary Education এটি ১৯৭৬ সালে গঠিত হয়।


প্রশ্নঃ TGEA-কথাটির পুরাে নাম লেখ ? 

উঃ Tripura Government Em- ployees association.


প্রশ্নঃ TRTC-কথাটিরপুরানামবল?

উঃ TripuraRoad Transport Corporation,


প্রশ্নঃ TPSC-কী?

উঃ Tripura Public Service Commission.


প্রশ্নঃ পশ্চিম ত্রিপুরার শিল্পনগরীটির নামকর। 

উঃ বােধজংনগর (২৪০ একর)।


প্রশ্নঃ ত্রিপুরার কত অংশ ভূমি অরণ্যময়? 

উঃ প্রায় ৬০ শতাংশ।


প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কতবার আগরতলায় আসেন?

উঃ সাতবার (১৯০৫-১৯২৬)।১৩০৬ বঙ্গাব্দের বসন্ত সমাগমে সর্বপ্রথম আগমন।


প্রশ্নঃ গােবিন্দমাণিক্যর জীবনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কী লেখেন?

উঃ রাজর্ষি উপন্যাস ও বিসর্জন নাটক।


প্রশ্নঃ ‘মুকুট’ নাটক কার অবলম্বনে লেখা। 

উঃ অমর মাণিক্য।


প্রশ্নঃ NEEPCO কথাটির পুরাে রূপবল। 

উঃ NorthEastern Electric Power Corporation.

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে General Knowledge in Tripura | Gk in Tripura. , All Exams MCQ-নিয়ে এসেছি যে গুলি বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.