Type Here to Get Search Results !

General Knowledge in Tripura | Gk in Tripura.

General Knowledge in Tripura | Gk in Tripura.

General Knowledge in Tripura | Gk in Tripura. General Knowledge

জেনারেল নলেজ গুলি আমাদের নানা সরকারি ও বেসরকারি কম্পেরেটিভ এক্সামে পড়ে থাকে(Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service....

জেনারেল নলেজ গুলি আমাদের নানা সরকারি ও বেসরকারি কম্পেরেটিভ এক্সামে পড়ে থাকে যেমন- রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার।আপনারা  সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন আমাদের এই ব্লগ ওয়েবসাইটিকে

       : Read More :        

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে General Knowledge in Tripura | Gk in Tripura. , All Exams MCQ-নিয়ে এসেছি যে গুলি বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। 

General Knowledge in Tripura | Gk in Tripura. 

  ত্রিপুরা জি কে  

প্রশ্ন : ত্রিপুরা ভারতের কোন্ প্রান্তে অবস্থিত? 

উঃ উত্তর-পূর্ব প্রান্তে।


প্রশ্ন : কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়?

উঃ ১৯৫৬ সালে ।


প্রশ্ন : কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যেরক্ষমতা পায়?

উঃ ১৯৭২ সাল (২১শে জানুয়ারী)।


প্রশ্ন : ত্রিপুরার পূর্ব দিকে কোন্ রাজ্য অবস্থিত? 

উঃ মিজোরাম।


প্রশ্ন : বাংলাদেশ ত্রিপুরার কোন্‌দিকঘিরে রয়েছে?

উঃ তিন দিক (উত্তর, দক্ষিণ ও পশ্চিম)।


প্রশ্ন : ত্রিপুরার উত্তর-পূর্ব দিকে কোন্ রাজ্য অবস্থিত? 

উঃ অসম।


প্রশ্ন : ক'টি জেলা নিয়ে ত্রিপুরা গঠিত? 

উঃ ৮টি।


প্রশ্ন : জেলা গুলি কী কী? 

উঃ পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খােয়াই, গােমতী, দক্ষিণ ত্রিপুরা, ধলাই, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা।


প্রশ্ন : ত্রিপুরার মহকুমা কয়টি? 

উঃ ২৩টি।


প্রশ্ন : মহকুমাগুলি কী কী? 

উঃ সদর (আগরতলা), উদয়পুর,অমরপুর,করবুক,মােহনপুর, জিরানিয়া, সাব্রুম,কমলপুর,আমবাসা, বিশালগড়,জম্পুইজলা,সােনামুড়া,খােয়াই,তেলিয়ামুড়া,ধর্মনগর,কাঞ্চনপুর,শান্তিরবাজার,গন্ডাছড়া,  লংতরাইভ্যালি, কুমারঘাট, বিলােনিয়া, কৈলাসহর, পানিসাগর।


প্রশ্ন : ত্রিপুরার ব্লক কয়টি? 

উঃ ৫৮টি।


প্রশ্ন : ২০১১ সালে কয়টি নতুন জেলা গঠিত হয় ও কী কী? 

উঃ ৪টি। ঊনকোটি, সিপাহীজলা, গােমতী ও খােয়াই।


প্রশ্ন : পশ্চিম ত্রিপুরা জেলা কোন্ কোন্ মহকুমা নিয়ে গঠিত?

উঃ সদর (আগরতলা) মােহনপুর, জিরানিয়া।


প্রশ্ন : দক্ষিণ ত্রিপুরা জেলা কোন্ কোন্ মহকুমানিয়ে গঠিত? 

উঃ বিলােনিয়া, সাব্রুম, শান্তিরবাজার।


প্রশ্ন : ধলাই জেলা কোন্ কোন্ মহকুমা নিয়ে গঠিত? 

উঃ আমবাসা, লংতরাইভ্যালি, কমলপুর, গন্ডাছড়া।


প্রশ্ন: উত্তরত্রিপুরা জেলা কোন্ কোমহকুমানিযেগঠিত?

উঃ কাঞ্চনপুর, ধর্মনগর,পানিসাগর।


প্রশ্নঃ খােয়াই জেলা কোন্ কোন্ মহকুমা নিয়ে গঠিত? 

উঃ খােয়াই, তেলিয়ামুড়া।


প্রশ্ন : গােমতী জেলা কোন্ কোন্‌মহকুমা নিয়ে গঠিত?

উঃ উদয়পুর, অমরপুর, করবুক।


প্রশ্নঃ উনকোটি জেলা কোন্ কোন্ মহকুমা নিয়ে গঠিত? 

উঃ কৈলাসহর, কুমারঘাট।


প্রশ্নঃ সিপাহীজলা জেলা কোন্ কোন্ মহকুমা নিয়ে গঠিত? 

উঃ সােনামুড়া, বিশালগড়, জম্পুইজলা।


প্রশ্নঃ ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কী? 

উঃ শ্ৰী তথাগত রায়।


প্রশ্ন : বর্তমান মন্ত্রিসভায় ক’জন সদস্য আছেন? 

উঃ ১২জন।


প্রশ্ন:  ত্রিপুরার প্রথম মহারাজা কে ছিলেন? 

উঃ রাজা চন্দ্র


প্রশ্ন : উজ্জয়ন্ত প্রাসাদ কবে স্থাপিত হয়? 

উঃ ১৯০০ 


প্রশ্নঃ ত্রিপুরার শেষ রাজার নাম কী? 

উঃ মহারাজা বীর বিক্রম কিশাের মাণিক্য বাহাদুর।(১৯২৩-১৯৪৭)।


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে General Knowledge in Tripura | Gk in Tripura. , All Exams MCQ-নিয়ে এসেছি যে গুলি বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.