Type Here to Get Search Results !

Daily Current Affairs in Bengali| Current Affairs - 4th May 2021

Daily Current Affairs in Bengali| Current Affairs - 4th May 2021

Daily Current Affairs in Bengali| Current Affairs - 4th May 2021

Daily Current Affairs in Bengali| Current Affairs - 4th May 2021. Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, and School Service all Competitive exams.

My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 4th may 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন। Current Affairs in Bengali: 4th May 2021

Current Affairs in Bengali: 4th May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Current Affairs in Bengali| Current Affairs - 4th May 2021


পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali :4th May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 4th May 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল। 

Current Affairs in Bengali| Current Affairs - 4th May 2021

Q. মেডিকেল অক্সিজেন এর চাহিদা মেটানোর জন্য কোন রাজ্য সরকার প্রতি জেলায় “Oxygen war room” স্থাপন করল?
Ans:  কেরালা।

Q. Pregnant মহিলাদের জন্য Whatsapp helpline number চালু করলেন কোন সংস্থা?
Ans :  NCW.

Q. সম্প্রতি প্রয়াত সোলি সরাবজি কিসের সাথে যুক্ত ছিলেন?
Ans :  Attorney General.

Q. ICIC Bank-ব্যাংক খুচরা ব্যাবসায়ীদের জন্য  ডিজিটাল ও কন্টাক্টলেস ব্যাংকিং নামে কোন প্লাটফর্ম লঞ্চ করল?
Ans: Merchant Stack. 

Q. করোনা মহামারীতে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য হরিয়ানা রাজ্যের Karnal জেলা প্রশাসন কোন  প্রোগ্রাম লঞ্চ করল?
Ans:  oxygen on wheels. 

Q. ত্রিপুরারী শরণকে কোন রাজ্যের নতুন মুখ্যসচিব হিসাবে নিয়োগ করা  হয়েছে?
Ans :  বিহার।

Q. Border Road Organization এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans:  Vaishali S Hiwase.

Q.“দ্বিতীয় সমুদ্র সেতু” অভিযানে মোট কয়টি ভারতীয় নৌ জাহাজ মোতায়েন করা হয়েছে?
Ans:  7 টি।

Q. সম্প্রতি প্রয়াত রোহিত সারদানা কোন ক্ষেত্রের বা পেশার সঙ্গে জড়িত ছিল?
Ans :  সাংবাদিক।

Q. কোন রাজ্য সরকার Corona warriors scheme লঞ্চ করল?
Ans :  মধ্যপ্রদেশ।

Q. Bajaj Auto এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?
Ans :  নিরাজ বাজাজ।

Q. 1998 সালে বাজপেয়ী সরকারের সময় জগমোহন কোন কোন পদে ছিলেন?
Ans : Communications,Urban Development,Tourism and Culture

Q. বিশ্বে প্রথম কোন দেশ রাস্তায় চালকবিহীন গাড়ি চালাবার অনুমতি দিল?
Ans :  United Kingdom.

Q. Axis Bank এর MD ও CEO পদে পুনরায় কে নিযুক্ত হলেন?
Ans :  অমিতাভ চৌধুরী।

Q. প্রতিবছর গুজরাট ও মহারাষ্ট্র কবে Statehood Day পালন করা হয়?
Ans :  1st May.

Q. নীচের মধ্যে কে পশ্চিমবঙ্গের দীর্ঘকালীন দায়িত্ব পালনকারী মুখ্যমন্ত্রী?
Ans : জ্যোতি বসু।(Jyoti Basu)

Q. বিশ্ব টুনা দিবস কবে পালিত হয়?
Ans :  2 May.

Q. পশ্চিমবঙ্গ কতবার রাষ্ট্রপতির শাসন প্রত্যক্ষ করেছে?
Ans : Four (চার বার )

Q. টুইটার কোন বলিউড অভিনেত্রীর অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করেছে?
Ans : Kangana Ranaut.
Explanation: 2021 শে পশ্চিম বঙ্গের নিবির্বাচন -এর পর যে হিংসাত্বক (মারামারি, ঘর বাড়ি পোড়ানো ) ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। 


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, –Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.